Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বর্তমান ডিসিএ


মোঃ এ কে আজাদ খান ২৬ ডিসেম্বর, ২০২১-এ বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক (ডিসিএ), বরিশাল হিসাবে যোগদান করেন। বাংলাদেশের অডিট ও একাউন্টস বিভাগে বিভিন্ন পদে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। ডিসিএ হিসেবে যোগদানের অব্যবহিত আগে উপপরিচালক হিসেবে বিভিন্ন অডিট অধিদপ্তরে কাজ করেন।


জনাব খান বাংলাদেশ সিভিল সার্ভিস (অডিট এন্ড একাউন্টস ক্যাডার) এর ২২তম ব্যাচের সদস্য। তিনি ১০শে ডিসেম্বর, ২০০৩ সালে সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি ১৯৯২ সালে এসএসসি এবং ১৯৯৪ সালে ঢাকা কলেজ থেকে তার উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন। তিনি ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে লোক প্রশাসনে স্নাতক (বি.এস.এস, অনার্স) এবং ১৯৯৮ সালে M.S.S (মাস্টার্স) করেন। পরবর্তীতে ২০১৯-২০২০ সালে অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে স্কুল অব বিজনেস এন্ড ল এর অধীনে পারফরমেন্স অডিট বিষয়ে মাষ্টার্স (রিসার্চ) ডিগ্রি অর্জন করেন।


পাবলিক সেক্টর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে কাজ করার সময় জনাব খান মানবসম্পদ উন্নয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ অডিট, বাংলাদেশের সংবিধান, ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থানীয় প্রশিক্ষণ, সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণ করেন।


তিনি এশিয়ান অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশন (এসওএসএআই), ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশন (ইনটোসাআই) এবং সিএজি অফিস আয়োজিত মানবসম্পদ উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা, জনসাধারণের জবাবদিহিতা এবং স্বচ্ছতা ইত্যাদির উপর অনেক সেমিনার, কর্মশালায় অংশগ্রহণ করেন।