Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

অর্থ মন্ত্রণালয়ের ১৯৮৫ সালের একটি স্মারক বলে বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়, বরিশাল স্থাপিত হয়। পূর্বে এটি জেলা হিসাবরক্ষণ অফিস নামে পরিচিত ছিল। ব্রিটিশ আমলে ১৯৪৭ সালে স্থাপিত, “অফিস অফ দ্য অ্যাকাউন্টস জেনারেল” হল এর মূল ভিত্তি। সিজিএ অফিস গঠনের ফলে বাংলাদেশের সরকারি হিসাব ব্যবস্থা বিভাগীয়করনের সুযোগ সৃষ্টি হয়।  সিজিএ অফিস মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মহোদয়ের নির্দেশনা মোতাবেক স্বাধীনভাবে অর্থ বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রনে কাজ করে যার জন্য সিজিএ অফিস এককভাবে দায়বদ্ধ। এটি বাংলাদেশ সরকারের মাসিক হিসাব, অর্থ অনুমোদন ও অ্যাকাউন্ট তৈরি করে এবং সকল সিভিল অফিসার, সরকারী সংস্থার দাবির দায় পরিশোধ এবং নিজ নিজ অফিসগুলোর প্রাথমিক হিসাব প্রস্তুত করার জন্য প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ের  কাজ তত্ত্বাবধান করে। এর প্রেক্ষিতে বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের (ডিসিএ) কার্যালয়, বরিশাল কার্যক্রম শুরু করে ২০০২ সালে। মুলত এ কার্যালয় বরিশাল বিভাগের সরকারি সকল অফিসের বাজেটের বিপরীতে সমূদয় খরচ পূর্ব নিরীক্ষার সহ হিসাব সংরক্ষণ করে এবং উপযোজন হিসাব প্রস্তুত করে।